কোটা আন্দোলন ফটো এডিটিং

1
344

GENERAT  PIC

আমি জানি আপনারা সবাই চাচ্ছেন আপনাদের নিজের ফেস দিয়ে এই ফটোগুলো তৈরি করতে,

উপরে দেওয়া লেখাতে ক্লিক করে প্রথমে এই ফটোগুলো তৈরি করতে হবে।

তারপর নিচে দেওয়া লেখাতে ক্লিক করে আপনার ফেস দিয়ে এই ফটোগুলো তৈরি করে নিতে পারবেন খুবই সহজে,

GENERAT OWN PIC

আর এই ফটোগুলো তৈরি করতে যদি কোন সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের ইউটিউবে সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়া আছে সেটা দেখবেন।

আর যদি আপনি আমাদের টিউটোরিয়াল টা আগে থেকে দেখে থাকেন সেক্ষেত্রে বলবো আবারও দেখবেন।

কেননা একবার দেখায় হয়তো আপনি নাও বুঝতে পারেন।

আর এছাড়া ও যদি না বুঝেন তাহলে নিজের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে অথবা ইউটিউব টিউটোরিয়ালের ডেসক্রিপশন বক্সে সকল সোশ্যাল মিডিয়া লিংক দেওয়া আছে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন আমি আপনাকে হেল্প করতে পারবো।

আমি আশা করি আপনি এই ফটোগুলো খুবই সুন্দর ভাবে তৈরি করতে পারবেন কেননা আমি আপনাদের জন্য খুবই সুন্দর করে সেটিং করে রাখছি

ধন্যবাদ সবাইকে।

সর্বশেষ একটাই রিকুয়েস্ট থাকবে সবার প্রতি সবাই ছাত্রদের জন্য দোয়া করবেন আশা করি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সবাই ভালই দেখতেছেন এবং ভালোই জানেন তো কারো কোন মতামত থাকলে সেটা কমেন্টে জানাবেন সর্বোপরি বলব সবাই সবসময় স্টুডেন্টদের জন্য দোয়া করবেন যাতে তাদের দাবি পাওয়া সফল হয় বা আমাদের দাবি পাওয়া যাবে আমরা পেয়ে যাই।

ফি আমানিল্লাহ।

There will be one last request to everyone, everyone should pray for the students. I hope everyone is aware of the situation in Bangladesh and if anyone has any opinion, please comment.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here